• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৭, ২০২৩, ১০:৪৬ এএম
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আট কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘরমুখী ঈদযাত্রীরা ভোগান্তিতে পড়েছে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে শুরু হয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত যানজট ছড়িয়ে যায়।

একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ এবং সেতুতে একবার গাড়ি বিকল হওয়ায় এমন যানজটের সৃষ্টি বলে জানিয়েছে কর্তৃপক্ষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন তিন দফা টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ।

সোমবার (২৬ জুন) রাত ৩টার পর ১০ থেকে ১২ মিনিট, ৪টার পর প্রায় এক ঘণ্টা ও ভোর ৫টা ৩০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত তিনবার টোল আদায় বন্ধ ছিল, যা গাড়ির চাপ বাড়িয়ে তোলে।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানান, যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা সক্রিয়ভাবে সড়কে আমাদের দায়িত্ব পালন করছি, এবং দ্রুত যানজট সমাধানের চেষ্টা চলছে। আশা করি পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরবে।”

Link copied!