• ঢাকা
  • রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২, ২৬ জ্বিলহজ্জ ১৪৪৬

ভিমরুলের হুলে গাছকাটা শ্রমিকের মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০২:২২ পিএম
ভিমরুলের হুলে গাছকাটা শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভিমরুলের হুলে রাজা মিয়া (৪০) নামের এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাজা মিয়া ওই এলাকার এনামুল হকের ছেলে।

বেতাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, সকালে শ্রমিক রাজা মিয়া প্রতিবেশী নুরু মিয়ার গাছ কাটতে যান। গাছ কাটার একপর্যায়ে একটি ডাল অসাবধানতাবশত পাশের অপর একটি গাছে থাকা ভিমরুলের চাকে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অসংখ্য ভিমরুল বেরিয়ে এসে রাজা মিয়ার মুখে ও হাতে-পায়ে হুল ফুটিয়ে দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত গাছ থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Link copied!