• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু


যশোর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০২:৫৭ পিএম
কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

যশোর কেন্দ্রীয় কারাগারে হাবিবুর রহমান (৭০) নামের এক মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। হাবিবুর মাগুরা শালিখার কোটপাড়া এলাকার মৃত গহর আলী মুন্সির ছেলে। তিনি ২০০৩ সালের একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত হন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি হাবিবুর রহমান কারাগারের অভ্যন্তরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরি ভিত্তিতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজোয়ান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পার্থ প্রতিম চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রেন স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Link copied!