• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪, ১২:০৫ পিএম
সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পঞ্চগড়ে পুকুরের ওপর দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর আলম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত নুর আলম কামাত কাজলদিঘী এলাকার লস্করপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলীর মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুরের ওপর সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যান নুর আলম। এসময় স্থানীয়রা দেখে ৯৯৯ লাইনে কল দিলে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!