• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০৫:০৫ পিএম
বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আশাশুনির কোদন্ডা কেরানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বলাবাড়িয়া গ্রামের সুব্রত সরকার বাপ্পি (৩২) ও তার ছেলে পবিত্র সরকার তর্য (৪)। এ ঘটনায় বাপ্পির স্ত্রী শ্যামলী সরকার গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাপ্পি তার ছেলে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে আশাশুনি থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় তারা কোদন্ডা কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে ছেড়ে আসা দ্রুতগামীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাপ্পী ও তার ছেলে মারা যান এবং বাপ্পীর স্ত্রী শ্যামলী সরকারকে গুরুতর অবস্থায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী বলেন, “এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের চালককে আটক করা হয়েছে।” 

Link copied!