রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে তিন শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার মাচালংয়ের দিপু পাড়ায় কাচালং নদীর পাড় থেকে থেব্রা ত্রিপুরার (৩৫) মরদেহ কাদামাখা অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়া দুপুরে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় অরুন বড়ুয়ার ছেলে রাহুর বড়ুয়া (১০) খেলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, মঙ্গলবার (৮ আগস্ট) বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় বাঘাইছড়ি পৌরসভার মাদ্রাসা পাড়ার বাসিন্দা মো. মহসিনের ছেলে জুয়েল। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে বাঘাইছড়ির বটতলী কাদের মেম্বার পাড়ায় একটি মরদেহ ভাসতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ আসার আগেই জুয়েলের দাদা ঘটনাস্থলে এসে মরদেহ চিনতে পারেন। এছাড়াও খেদারমারা ইউনিয়নের হীরাচর এলাকায় পানিতে ডুবে জুনি চাকমা (৭) নামে আরও এক শিশু মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাঘাইছড়ি উপজেলার তিন শিশুসহ এক যুবকের মৃত্যু হয়েছে।”