• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

হত্যা মামলা থেকে বাঁচতে মৃত্যুর নাটক, ৬ বছর পর আটক


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৯:২২ এএম
হত্যা মামলা থেকে বাঁচতে মৃত্যুর নাটক, ৬ বছর পর আটক

জামালপুরের ইসলামপুরে স্ত্রীকে হত্যার পর সাজার ভয়ে টানা ৬ বছর মৃত সাজার নাটক করেছেন মো. ওসমান আলী ওসমান (৩৫) নামের এক ব্যক্তি। অবশেষে পুলিশের জালে আটকা পড়লেন তিনি।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে গাইবান্ধার সাঘাটা ও ইসলামপুর উপজেলার সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চল থেকে পুলিশ তাকে আটক করে।

আটক ওসমান আলী ইসলামপুর উপজেলার মন্নিয়ারচর গ্রামের মো. বাচ্চু ফকিরের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ২০১২ সালের ১৯ আগস্ট রাতে ওসমান আলী তার স্ত্রী লাকী বেগমের (২০) কাছে ১ হাজার টাকা চান। লাকী টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওসমান ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বসতঘরের বাইরে নিয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনায় নিহত লাকীর বাবা মো. আ. রহিম বক্স থানায় হত্যা মামলা করেন।

এদিকে মামলাটি চলাকালে ওসমানের পরিবার থেকে আদালতে জানানো হয়, ২০১৭ সালের ১০ এপ্রিল আসামি মারা যান। সাজা থেকে রেহাই পেতে দীর্ঘ ৬ বছর ওসমান পলাতক থাকলেও পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয় এবং অবশেষে তাকে জীবিত আটক করে।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান আরও জানান, পুলিশ আসামির মৃত্যুর বিষয়টি আমলে না নিয়ে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে তার অবস্থান শনাক্ত করে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Link copied!