• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রসিংয়ের গেট খোলা, ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত


যশোর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ১১:১৩ এএম
ক্রসিংয়ের গেট খোলা, ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত
ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায় । ছবি- সংগৃহীত

যশোর সদরে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন।  লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকায় এ ঘটনা বলে স্থানীয়রা মনে করেন। 

রোববার (২৪ ডিসেম্বর) উপজেলার চুড়ামনকাটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতররা হলেন ট্রাকের চালক পারভেজ (২৬), তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাকমারী গ্রামে। আর নাজমুল হাসান (২৮) ছিলেন চালকের সহকারী; তার বাড়ি একই জেলার মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনটি সাড়ে ৬টার দিকে সদর উপজেলাধীন চুড়ামনকাটি রেল ক্রসিং পার হচ্ছিল। এদিকে লেভেল ক্রসিংয়ের গেট খোলা দেখে একটি ট্রাক ক্রসিংয়ে উঠে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ও তার সহকারী।

রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল জানান, পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরায়। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Link copied!