• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

নোয়াখালীতে গরু ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ৫


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ০৫:০৬ পিএম
নোয়াখালীতে গরু ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ৫

নোয়াখালীর সুবর্ণচরে গরু ব্যবসায়ী দিদারুল আলমকে (২০) হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাছের ডাল ও একটি ছুরি জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন চরলক্ষ্মী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২০), একই গ্রামের মাহফুজের ছেলে রাশেদ (৩০), আমিনুল হকের ছেলে মাইন উদ্দিন মিষ্টু (৩২), আবুল হোসেনের ছেলে মহিন উদ্দিন চাঁন মিয়া (২১) ও আবুল কালামের ছেলে লোকমান হোসেন (৩৭)।

পুলিশ জানায়, গত ৬ মার্চ বিকেলে দিদারুল গরু বিক্রি করে উপজেলার ছমির হাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। কিছু দূর যাওয়ার পর তাকে এক দল ছিনতাইকারী ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল নিয়ে যায়। পরে এক অটোরিকশাচালক তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (১০ মার্চ) দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

Link copied!