• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মাটিরাঙ্গায় কাভার্ড ভ্যানে আগুন


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০১:৪৪ পিএম
মাটিরাঙ্গায় কাভার্ড ভ্যানে আগুন

বিএনপি ও সমমনা দলের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টা সড়ক অবরোধের প্রথম দিন খাগড়াছড়ির মাটিরাঙার সাপমারা এলাকায় ফাইভ স্টার কুরিয়া সার্ভিসের কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে খাগড়াছড়ি আসছিল।

বুধবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়াস সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে পিকেটিং করছে। খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটের টিকিট কাউন্টার খোলা থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস। চলাচল করছে না অভ্যন্তরীণ সড়কের পরিবহনও।

পুলিশ-বিজিবি গুরুত্বপূর্ণ  স্থানগুলোতে ব্যাপক পুলিশি ব্যবস্থা জোরদার থাকায় পণ্যবাহী কয়েকটি ট্রাক শহরে ঢুকেছে।
সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে সবধরণের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর। 

Link copied!