• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেকে মেয়েতে রূপান্তর


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৪, ২০২৩, ১২:০২ পিএম
অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেকে মেয়েতে রূপান্তর

খুলনা মেডিকেল কলেজে এই প্রথম কোনো ছে‌লেকে সার্জা‌রির মাধ্যমে মে‌য়ে‌তে রূপান্তর করা হ‌য়ে‌ছে। সফলভাবে সার্জারিটি করেছেন ইউরোলোজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট ডা. নিরুপম মণ্ডল। সফল অপারেশন করে নজির সৃষ্টি করেছেন তিনি।

শনিবার (১৩ মে) বিকেলে ডা. নিরুপম মণ্ডল বলেন, সার্জারির পর রোগী ভালো আছেন। ১৭ বছরের একটি ছেলেকে অপারেশন করে নারীতে রূপান্তর করা হয়েছে। কেননা, সে ভেতরে জিনগতভাবে পুরুষ। কিন্তু বাইরে নারী। একজন নারীর যেসব বৈশিষ্ট্য রয়েছে, তা সবই রয়েছে তার।

ডা. নিরুপম বলেন, “একটানা সাড়ে ৪ ঘণ্টা অপারেশন করা লেগেছে। আশা করি এখন একজন নারীর জীবন যাপন করতে পারবে। আমরা এখন তাকে হরমোন রিপ্লেসমেন্ট দেব, যাতে সে একজন নারীতে পরিণত হতে পারে। সে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে, কিন্তু তার বাচ্চা হবে না।”

রোগীর অভিভাবকরা বলেন, “সে ছোটবেলা থেকেই মেয়েদের সঙ্গে মিশত। সবাই তাকে মেয়ে হিসেবে চেনে। আমরা চেয়েছিলাম সে সমাজে মেয়ে হিসেবে পরিচিত হোক, সংসার করুক। তার ভবিষ্যতের কথা চিন্তা করে পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Link copied!