• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চকরিয়ায় বাসচাপায় কলেজছাত্র নিহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০৭:০৬ পিএম
চকরিয়ায় বাসচাপায় কলেজছাত্র নিহত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো.মোবারক (২৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার আরও চার যাত্রী আহত হয়েছেন।

রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মোবারক চকরিয়া উপজেলার গুচ্ছগ্রামের জালাল আহমদের ছেলে।

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার অপারেশন অফিসার (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন,“অটোরিকশায় করে কয়েকজন যাত্রী চিরিংগা স্টেশন থেকে জিদ্দাবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহণের একটি বাস জিদ্দাবাজার পৌঁছালে অটোরিকশায় পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোবারক নিহত হন। এ ঘটনায় অটোরিকশার আরও চারজন যাত্রী আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।”  

Link copied!