• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

অসময়ের বৃষ্টিতে কমেছে শীতের প্রকোপ


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৫:৩৭ পিএম
অসময়ের বৃষ্টিতে কমেছে শীতের প্রকোপ

ভোরের সূর্য ওঠার আগেই এক পশলা বৃষ্টি। এরপর অতিথির মতো কিছুক্ষণের জন্য ওঠে সূর্য। কিছুক্ষণ পর হারিয়ে যায় কালো মেঘে। শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পুরো দিনের মোংলার দৃশ্যটাই ছিল এমন। তবে এমন দিনে শীত ছিল কিছূটা কম।

মোংলা আবহাওয়া কার্যালয়ের হারুন অর রশিদ বলেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত আছে। পাশাপাশি পুবালি লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ কারণে আজ মোংলাসহ খুলনা বিভাগে বৃষ্টি হচ্ছে।

এই আবহাওয়াবিদ বলেন, বৃহস্পতিবার সকালে মোংলায় বৃষ্টি হয়েছে। এ ছাড়া পুরোদিনই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আবহাওয়অ ছিল মেঘাচ্ছন্ন। আগামী দুই-একদিন এভাবে থেমে থেমে বৃষ্টি হতে পারে।

এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত মোংলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ থাকায় তাপমাত্রা বাড়ছে বলে জানান হারুন অর রশিদ।

এদিকে সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে মোংলা ইপিজেডগামী শ্রমজীবীরা।

Link copied!