• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

ভোটকেন্দ্র থেকে ককটেল উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০২:৩৫ পিএম
ভোটকেন্দ্র থেকে ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র থেকে একটি ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলা শহরের নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ থানার ওসি একে এম আলমগীর জাহান।

আলমগীর জাহান বলেন, “ভোটকেন্দ্রের বাইরের দিকে পরিত্যক্ত অবস্থায় ককটেলটি উদ্ধার করা হয়েছে। কে বা কারা এটি রেখে গেছে তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।”

জানা যায়, বুধবার সকালে ভোটগ্রহণ শুরুর পর স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় একজন বহিরাগতকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বললে দুই প্রার্থীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় আওয়ামী লীগ নেতা আবদুল হাকিমের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী লিটনের হাতাহাতি হয়। দুপক্ষই ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ সময় মাঠে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। পরবর্তীতে র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ দল এসে ককটেলটি উদ্ধার করে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম জানান, হঠাৎ করেই দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পরিবেশ নিয়ন্ত্রণে আসে।

Link copied!