• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, আহত ১০


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৬:১০ পিএম
দুই চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সদরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাটকৃষ্ণপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল ফকিরের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুপুর ২টার দিকে হাটকৃষ্ণপুর এলাকায় তিতাস ও বিল্লাল ফকিরের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!