• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৫:৪৬ পিএম
কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইটবাহী ট্রাকচাপায় সাইফা আক্তার (৩) নামের এক শিশু নিহত হয়েছে।  

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফা আক্তার ওই এলাকার নুর আমিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, দুপুর সোয়া ২টার দিকে বাড়ির সামনের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল সাইফা। ওই সময় বালুবাহী বেপরোয়া গতির ট্রাক পেছন থেকে এসে তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!