• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

স্কুলমাঠে খেলতে গিয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ১০:১০ এএম
স্কুলমাঠে খেলতে গিয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

বরগুনার পাথরঘাটায় স্কুলমাঠে খেলতে গিয়ে পোশাকে আগুন লেগে ফারজানা (৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি সংবাদ প্রকাশকে নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার।

নিহত শিক্ষার্থী ফারজানা উপজেলার কালমেঘা ইউনিয়নের মো. ফারুক খানের মেয়ে ও পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, সোমবার দুপুরে উপজেলার পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের এক পাশে ময়লা আবর্জনা পোড়ানোর জন্য আগুন দেওয়া হয়। শিশু ফারজানা খেলতে গিয়ে ওই আগুনের সংস্পর্শে এসে দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ওসি শাহ আলম হাওলাদার বলেন, “ঘটনাটি আমাদের নখদর্পণে রয়েছে। এখনো ভুক্তভোগী পরিবার থানায় এসে লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!