• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, এরপর যা হলো


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০১:৫৭ পিএম
ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, এরপর যা হলো

নড়াইলে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ এ ঘটনায় ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) সকলে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় জেলা ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া।

এ ঘটনার পর সদর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হামিম ভূঁইয়া, সহ-সম্পাদক সবুজ সরদার,নড়াইল পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিল মোল্যা ও সদর উপজেলা তুলারামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুন্না আজিজ।

এদিকে বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা ছাত্রদলের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এসময় তারা শেখ হাসিনার ফাঁসি, তাদের দোসরদের বিচার এবং নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, “নড়াইলে নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”

Link copied!