বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আগের দিন সন্ধ্যায় ফেনীতে মশাল মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারীর নেতৃত্বে মশাল মিছিলটি বের করা হয়।
মিছিলে ফেনী জেলা ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক জাবেদ হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানি মজুমদার, পৌর ছাত্রদল নেতা আহমাদ ফারাবি, সোনাগাজী সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সাগরসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।