• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

নদীতে মাইকিং করে ধর্মঘটের ডাক


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২৪, ০৬:০৮ পিএম
নদীতে মাইকিং করে ধর্মঘটের ডাক
মাইকিং করছেন আনোয়ার হোসেন চৌধুরি। ছবি : প্রতিনিধি

নৌপথে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে সোমবার (৪ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হচ্ছে। ধর্মঘট উপলক্ষে মোংলা নদীতে সোমবার সকাল থেকে মাইকিং করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরি।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ার হোসেন চৌধুরি বলেন, “দেশের অর্থনীতিতে নৌপরিবহন শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় শত ভাগ ব্যক্তিমালিকানায় পরিচালিত এ শিল্প স্বল্প ব্যয়ে যাত্রী ও পণ্য পরিবহনের মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনের অনেকাংশেই নৌ-পরিবহনের ওপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও নৌযান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তার বিষয়টি সব সময় উপেক্ষিত।”

আনোয়ার হোসেন চৌধুরি আরও বলেন, “আমরা সমস্যাগুলোর স্থায়ী সমাধানের লক্ষ্যে বছরের পর বছর দাবি জানিয়ে আসছি।”

Link copied!