• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

নৌকায় করে মরদেহ নেওয়া হলো কবরস্থানে


যশোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৭:৪৮ পিএম
নৌকায় করে মরদেহ নেওয়া হলো কবরস্থানে

যশোরের কেশবপুরে বন্যার পানিতে গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় করে মরদেহ নেওয়া হয়েছে কবরস্থানে। সেখানে পারিবারিক কবরস্থানেও পানি থাকায় পাশের উঁচু জায়গায় মরদেহ দাফন করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্যকূল গ্রামের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কেশবপুর সদরের মধ্যকূল গ্রামের উত্তরপাড়ার সিরাজুল ইসলাম (৫২) বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে মারা যান। গ্রামটি বন্যার পানিতে প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ে রয়েছে। যে কারণে বাড়ি থেকে মরদেহ নৌকায় করে দূরের কবরস্থানে নেওয়া হয়। কবরস্থানও পানিতে তলিয়ে থাকায় পাশের উঁচু স্থানে তাকে দাফন করা হয়।

সিরাজুল ইসলামের স্ত্রী ফতেমা খাতুন জানান, গতকাল এশার নামাজের পর তার স্বামী অসুস্থ হয়ে পড়লে কালেমা পড়তে পড়তে মারা যান।

কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দীন বলেন, বন্যার পানিতে মধ্যকূল গ্রাম তলিয়ে রয়েছে। এ কারণে ওই ব্যক্তির মরদেহ নৌকায় করে পারিবারিক কবরস্থানের পাশের উঁচু জায়গায় দাফন করতে হয়েছে।

Link copied!