• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

চুয়াডাঙ্গায় পল্লি চিকিৎসকের মরদেহ উদ্ধার


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৪:২৭ পিএম
চুয়াডাঙ্গায় পল্লি চিকিৎসকের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক পল্লি চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার ডম্বলপুর-মাধবপুর ব্রিজের সঙ্গে তার গলায় দড়ি ও মুখের ভেতর গামছা দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত তৌহিদুল ইসলাম (৪২) উপজেলার ডম্বলপুর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে। তিনি এলাকায় পল্লি চিকিৎসক ছিলেন।

কালিদাসপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, চিকিৎসার কারণে তিনি প্রতি রাতে দেরি করে বাড়িতে যেতেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে চা পান শেষে চায়ের দোকান থেকে উঠে চলে যান। এরপর ব্রিজের পাখার সঙ্গে গলায় দড়ি ও মুখের ভেতর গামছা দেওয়া অবস্থায় তার মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একরামুল হোসাইন জানান, উপজেলার ডম্বলপুর-মাধবপুর ব্রিজে ঝুলন্ত অবস্থায় এক পল্লি চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিজের কিছুটা দূরেই পড়ে ছিল তার ব্যবহৃত মোটরসাইকেল ও মাথার টুপি। শরীরে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Link copied!