• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সেপটিক ট্যাংক থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৯:১৭ পিএম
সেপটিক ট্যাংক থেকে কলেজছাত্রীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

যশোরের শার্শা উপজেলায় জেসমিন আক্তার পিংকি (১৮) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের রুমেল নামের এক ব্যবসায়ীর বাড়ির সেফটিক ট্যাংক থেকে এই লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জেসমিনের সহপাঠী আহসান কবির অংকুর, তার বড় ভাই রুমেল ও সৎমা হোসনেয়ারাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিহত জেসমিন কলারোয়া উপজেলার কাউরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে এবং যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জেসমিন আক্তার পিংকি যশোর থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় রোববার (৫ ফেব্রুয়ারি) যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর অভিযান পরিচালনা করে প্রথমে আহসান কবির অংকুরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অংকুর হত্যাকাণ্ড ও লাশ গুমের কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে জেসমিনের লাশ উদ্ধার করা হয়।

যশোর র‌্যাব-৬-এর কোম্পানি লে. কমান্ডার এম নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হত্যা করে লাশ গুমের ঘটনায় আহসান কবির অংকুর নামের এক সহপাঠী, তার ভাই ও সৎমাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”

Link copied!