• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,

নৌকা জনগণকে উন্নত-সমৃদ্ধ দেশ দেবে : প্রধানমন্ত্রী


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০৬:৪০ পিএম
নৌকা জনগণকে উন্নত-সমৃদ্ধ দেশ দেবে : প্রধানমন্ত্রী
রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি বাসস

দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এই নৌকা স্বাধীনতা এনেছে, অর্থনৈতিক মুক্তি দিয়েছে, এই নৌকা আমাদের একটি উন্নত-সমৃদ্ধ দেশ দেবে।”

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা এ কথা বলেন তিনি।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়া আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “নৌকায় ভোট দরকার। নূহ নবীর নৌকা মানব জাতিকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিল।”

শেখ হাসিনা বলেন, “আপনাদের কাছে আমার এটাই আবেদন, আমি আপনাদের এলাকার পুত্রবধূ। কি বাহে একখান ভোট মুই পামু না? একখান ভোট হামাক দেবেন না?”

জাতীয় সংসদের স্পিকার এবং পীরগঞ্জ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীকে নিজের কন্যা আখ্যায়িত প্রধানমন্ত্রী বলেন, “এই যে আমার মেয়েকে আপনাদের দিয়ে গেলাম, নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করা মানে আমাকে ভোট দেওয়া, জয়কে ভোট দেওয়া। সে জয়ের বোন, পুতুলের বোন।”

Link copied!