• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

পাথর আনতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩, ০৪:৪৭ পিএম
পাথর আনতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

ভারত সীমান্তের গুমাঘাট এলাকা থেকে পাথর আনতে গিয়ে নৌকা ডুবে আবুল হাসেম (৩৫) নামের এক বারকী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

ডুবে যাওয়া নৌকায় থাকা শ্রমিক আজিজুল ইসলাম বলেন, “ভোরে ভারতের গুমাঘাট এলাকা থেকে আবুল হোসেনসহ তিনজন একটি বারকী নৌকায় পাথর বোঝাই করে লাউড়েরগড় এলাকায় আসার সময় প্রবল বাতাসের সঙ্গে খুব বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে আমরা দুইজন সাঁতরে তীরে উঠলেও আবুল হাসেম পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।”

বিজিবি জানায়, বাংলাদেশের অংশে যেখানে সবাই কাজ করেন, সেখানেই পাথর বোঝাই এক বারকী নৌকায় তিন শ্রমিক আসছিলেন। এ সময় নৌকাটি পানিতে ডুবে গেলে এক শ্রমিক ডুবে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাইড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার খন্দকার রায়হান বলেন, “বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ অংশের ৪০০ গজ অভ্যন্তরে বাংলাদেশ অংশে এ দুর্ঘটনা ঘটেছে। ভারতের ভেতর থেকে পাথর আনতে গিয়ে নয়।”

Link copied!