• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩, ০৩:৫৫ পিএম
ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় নাহিদ হোসেন নামের বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক এ তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে সদর উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাহিদ হোসেন সদর উপজেলার আমদই ইউনিয়ন বিএনপির সভাপতি এবং কাদোয়া ঢোলপাড়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে পুরানাপৈল গতনশহর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা হয়। মামলার এজাহারনামীয় আসামি নাহিদ হোসেন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Link copied!