শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ঢাকার কয়েকটি স্থানে হয় ভাঙচুর। একাধিক সংবাদপত্রের দপ্তরে হামলার পাশাপাশি বিক্ষোভকারীদের আগ্রাসনের শিকার হয়েছে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচী। এই পরিস্থিতি শুধু রাজনীতিতেই নয়, গভীর প্রভাব ফেলেছে শিল্প-সংস্কৃতির অঙ্গনেও।
বাংলাদেশের এ চিত্রে ক্রমেই উদ্বেগ বাড়ছে ওপার বাংলাতেও। কলকাতার অভিনেতা তথা সাংসদ দেব এই উত্তাল পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে শান্তির বার্তা দিয়েছেন।
দেব বলেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন শান্তিতে থাকে। তা সে হিন্দু হোক, মুসলমান হোক কিংবা খ্রিস্টধর্মের হোক না কেন। গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ চলছে। অর্ধেক টাকা দিয়ে অস্ত্র কিনতে হচ্ছে। কারণ দেশকে বাঁচাতে হবে।’
এই অস্থিরতা দেখে আতঙ্কের কথাও অকপটে স্বীকার করেছেন অভিনেতা। তিনি বলেন, ‘মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখলে মনে হচ্ছে, এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মনে হচ্ছে, ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান বা ভারত-চিনের যুদ্ধ লেগে যাবে। কিন্তু এটা কাম্য নয়। আমি চাই সবাই শান্তিতে থাকুন। সবাই ভাল থাকুন। আসলে তো দু’বেলার খাবার, আর মাথায় একটা ছাদ। বাড়িতে যাঁরা আছেন তাঁদের ভালো রাখা। তাঁর জন্য অন্য মানুষকে মারতে হয় না। এটা যদি এখন হয় আগামী দিনে আরও খারাপ সময় আসতে চলেছে বলে মনে হচ্ছে। তাই আরও ভয় হয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমরা সবাই ভালো থাকি। সিনেমা চলুক বা না চলুক আমরা যেন ভালো থাকি।’
এর আগে দু’দিন আগে একই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রী কোয়েল মল্লিককে। বাংলাদেশের এই পরিস্থিতি যতই শুনছেন, ততই মেনে নিতে পারছেন না বলে জানান তিনি।
এছাড়াও এই ঘটনার প্রেক্ষিতে আক্ষেপের সুর শোনা গেছে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিকের কথায়।












-20251222091605.jpeg)




















