• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

নৌকার মিছিলে যাওয়ায় যুবককে মারধর


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩, ১১:০৪ এএম
নৌকার মিছিলে যাওয়ায় যুবককে মারধর
বর্তমানে তিনি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন

বরগুনা সদর উপজেলায় নৌকার মিছিলে যাওয়ায় মো. রাজিব মিয়া (২৬) নামের এক যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে শহরের আমজেদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আহত মো. রাজিব মিয়া বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের আমজেদ মার্কেট এলাকার মো. ইসমাইল ফকিরের ছেলে।

মো. রাজিব মিয়া বলেন, “বৃহস্পতিবার রাত আটটায় আমজেদ মার্কেট এলাকায় ৮-১০ জনের মতো লোক এসে জানতে চায় আমি কেন নৌকার মিছিলে গিয়েছি। এ নিয়ে তারা আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে আমাকে মারধর করে কাঁচের গ্লাস ভেঙে আমার মাথায় আঘাত করে।”

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, “এ ঘটনা আমি মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 

Link copied!