• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মোখার প্রভাবে কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৩, ০৫:৩০ পিএম
মোখার প্রভাবে কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌ চলাচল বন্ধের নির্দেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে শনিবার (১৩ মে) বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই লেকে সকল ধরনেরর নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের একটি জরুরি সতর্কীরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। উক্ত নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙ্গামাটির পার্বত্য জেলার পাহাড়ের ঢালে ও ঝুঁকিপূর্ণস্থানে বসবাসকারী সকল লোকজনকে প্রবল বর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে অবস্থান করার জন্য নির্দেশ প্রদান করা হয়। সেই সঙ্গে অতিপ্রবল এই ঘূর্ণিঝড় মোকাবিলায় মানুষের জীবন ও সম্পদের সুরক্ষায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বসাধারণকে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়।

এদিকে, ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্তকতা ও নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য তথ্য অফিস থেকে জেলা শহরে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

এছাড়া কোনো জরুরী প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের মোবাইল ০১৮২০-৩০৮৮৬৯ ও 
টেলিফোন ০২৩৩৩৩৭১৬২৩ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়।

Link copied!