• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

জামিন পেলেন নৌকার প্রার্থী আব্দুল হাই


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ০৩:১০ পিএম
জামিন পেলেন নৌকার প্রার্থী আব্দুল হাই
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলায় জামিন পেলেন সংসদ সদস্য আবদুল হাই। ছবি : প্রতিনিধি

ঝিনাইদহ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও সংসদ সদস্য আবদুল হাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের দুইটি মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে হাজির হয়ে আবেদন করলে জামিন মঞ্জুর করা হয়।

মামলার অপর দুই আসামি হলেন শৈলকুপা উপজেলার চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।

আসামিপক্ষের আইনজীবী শামসুজ্জামান তুহিন বলেন, “আমার মক্কেলদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। আদালতে তা উপস্থাপন করা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।”

এর আগে, বুধবার আদালতে হাজির না হওয়ায় সংসদ সদস্য আবদুল হাই, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ও চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

২৪ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পৃথক দুইটি মামলা দায়ের করেন।

Link copied!