• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

দেশে প্রথম কৃত্রিম উপায়ে উটপাখির ডিম থেকে বাচ্চা


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩, ০২:১৪ পিএম
দেশে প্রথম কৃত্রিম উপায়ে উটপাখির ডিম থেকে বাচ্চা

বাংলাদেশে প্রথমবারের মতো ইনকিউবেটরের মাধ্যমে উটপাখির ডিম থেকে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গবেষকরা।

মঙ্গলবার (১১ জুলাই) ইনকিউবেটরে রাখা ১৯টি ডিমের মধ্যে একটি ডিম থেকে উটপাখির ছানা বেড়িয়ে আসে। যার ওজন প্রায় ৯৪৮ গ্রাম। দেড় মাস আগে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের গবেষণাগারে এই ডিমগুলো রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাবিপ্রবির জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের সাবেক চেয়ারম্যান ড. এম এ গাফফার মিঁয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৫ সালে সাবেক চেয়ারম্যান ড. এম এ গাফফার মিঁয়া দক্ষিন আফ্রিকা থেকে ২১টি উটপাখির বাচ্চা আনেন। বাচ্চাগুলো হাবিপ্রবির ভ্যাটেরিনারি ভবন সংলগ্ন এক বিঘা জমিতে খামার স্থাপন করে সেখানে রাখা হয়। পরে ২০২১ সালে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী রানীগঞ্জ এলাকার খামারি সুলতান ইফতেখার ওয়ালীর সঙ্গে সমঝোতা স্বারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। সমঝোতা স্বারকের পর থেকে রানীগঞ্জ এলাকায় উটপাখিগুলো রাখা হয়েছে। এসব উটপাখির ডিমগুলো গবেষণার জন্য ইনকিউবেটরে রাখা হয়েছে।

Link copied!