• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

ধানক্ষেতে পড়ে ছিল অটোরিকশাচালকের মরদেহ


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৩:১৫ পিএম
ধানক্ষেতে পড়ে ছিল অটোরিকশাচালকের মরদেহ

বগুড়ার কাহালু উপজেলায় ধানক্ষেত থেকে ইসমাইল হোসেন (৪৫) নামের এক অটোরিকশার চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার দলগড়া এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইসমাইল ওই উপজেলার উলট্ট মধ্যপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বিকেলে আছর নামাজের পর ইসমাইল বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। তিনি রাতেই অটোরিকশা চালাতেন তাই পরিবারের সদস্যদেরও কোনো সন্দেহ হয়নি। সকালে স্থানীয়রা ধানক্ষেতে ইসমাইলের মরদেহ দেখে খবর দেন। মরদেহের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে উপজেলার মুরইল ইউনিয়নের জিয়াকুর গ্রামের ঈদগাহ মাঠ থেকে তার অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। অটোরিকশার ব্যাটারিসহ অন্যান্য সামগ্রীও অক্ষত আছে। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Link copied!