• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাঁশঝাড় থেকে অটোচালকের মরদেহ উদ্ধার


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ১১:৪৭ এএম
বাঁশঝাড় থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঘুরনগাছ এলাকায় একটি বাঁশঝাড় থেকে রিফাত ইসলাম (২০) নামেন এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

রিফাত ইসলাম ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার নুর আলমের সন্তান।

বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, অটো ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীকে আটক করে আইনের আওতায় আনা হবে। 
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!