• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের ওপর হামলা, সড়ক অবরোধ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৮:০৫ পিএম
সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষের ওপর হামলা, সড়ক অবরোধ

ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলামের (৫৮) ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

এর আগে এদিন সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি অম্বিকা সড়ক ধরে সরকারি রাজেন্দ্র কলেজের সামনে আসে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি ব্রাহ্ম সমাজ সড়ক হয়ে মুজিব সড়ক দিয়ে আলীপুর মোড় এলাকায় গিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে। দুপুর পৌনে ১২টা পর্যন্ত চলে এ অবরোধ কর্মসূচি। এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষের ওপর হামলার বিচার দাবিতে স্লোগান দেন।

এদিকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করায় আশপাশের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ঘটনাস্থলে আসেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “হামলার ঘটনাটি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। গতকাল রোববার (১৯ জানুয়ারি) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। আসামি শনাক্ত ও তদন্তে সময় লাগছে। কাউকে হয়রানি করা হবে না। আসামি শনাক্ত ও গ্রেপ্তার হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

মিছিল শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা ফরিদপুর শহরের আলীপুর মোড় এলাকায় অবরোধ করেন।

এ সময় বক্তব্য দেন আন্দোলনের সমন্বয়কারী বিসিএস শিক্ষা ক্যাডারের যুগ্ম আহ্বায়ক এম এম শহীদুল ইসলাম। অন্যদের মধ্যে এসময় আরও বক্তব্য রাখেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ তালুকদার আনিসুর ইসলাম, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, জামাল শেখ প্রমুখ।

এ ছাড়া ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াছিন কলেজ, মুসলিম মিশন কলেজ, ফরিদপুর সিটি কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

Link copied!