• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

৩ পুলিশকে কুপিয়ে জখম করে অস্ত্র লুট, আটক ১৪


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ০৫:৫১ পিএম
৩ পুলিশকে কুপিয়ে জখম করে অস্ত্র লুট, আটক ১৪

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

এর আগে, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে চকরিয়া উপজেলার মহছনিয়াকাটা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শামীম আল হাসান, কনস্টেবল তরিফুল ও কনস্টেবল মামুন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে মো. মাহফুজুল ইসলাম বলেন, “এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিফুল ও মামুন নিয়মিত টহলের অংশ হিসেবে বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় যান। ওই সময় পাহাড়ি এলাকায় ধারালো অস্ত্র (কিরিচ) হাতে এক ব্যক্তিকে দেখে পুলিশ সদস্যরা তার কাছে যান। এ সময় একদল অস্ত্রধারী পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত হন এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুন। সন্ত্রাসীরা তাদের অস্ত্রও ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সন্দেহজনক ১৪ জনকে আটক করে। আটকদের নাম পরিচয় এখনও জানানো হয়নি।”

Link copied!