• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫

চুলার ধোঁয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২, ০৪:০৬ পিএম
চুলার ধোঁয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

নওগাঁর আত্রাইয়ে চুলার ধোঁয়াকে কেন্দ্র করে হামলায় আলমগীর হোসেন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার ব্রজপুর খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে। এ ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের স্ত্রী নাজমা আক্তার বলেন, “মাস খানেক আগে প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে আক্তার হোসেনের দেয়ালসংলগ্ন স্থানে চুলা নির্মাণ করেছিলেন। ওই চুলার ধোঁয়া আক্তারের জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে এবং চালের টিন নষ্ট হচ্ছে, এমন অভিযোগ তুলে গ্রামের কয়েকজনের মাধ্যমে রান্নার চুলা বন্ধ করতে বলা হয়।”

নাজমা আক্তার আরও বলেন, “আমরা অল্প দিনের মধ্যে চুলা অপসারণ করে নেব বলে তাদের জানিয়েছিলাম। এরপরও মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আলমগীর হোসেন খাবার খেয়ে বাড়ির পাশে সিংসাড়া মোড়ে নিজ দোকানে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী আক্তার ও তার পরিবারের লোকজনসহ কয়েকজন আলমগীরের রাস্তা অবরোধ করে মারপিট করতে থাকে। এ সময় আলমগীরের লোকজন দেখতে পেয়ে ছুটে গেলে আক্তার ও তার লোকজন পালিয়ে যান। আলমগীরকে উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আক্তার ও তার লোকজন পলাতক আছেন।”

আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) লুৎফর রহমান বলেন, “নিহত আলমগীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।”

Link copied!