• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ০২:২২ পিএম
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি রামদা, ১টি চায়নিজ কুড়াল ও ১টি লোহার রড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মামুন ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ আগস্ট) ভোরে উপজেলার চর বনমালিপুর এলাকার একটি মেহগনিবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাকির হোসেন (৪৫), পিকুল শেখ (৪৮), এরশাদুজ্জামান ইমন (৪১), সবুজ শেখ (৩৮) ও আনোয়ার শেখ (৫০)। তাদের বাড়ি ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, গ্রেপ্তার আসামিরা আন্তজেলা ডাকাত, দস্যু, প্রতারক ও চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের নামে ফরিদপুর জেলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Link copied!