• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ০৩:৩৭ পিএম
ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩
ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় তিনজন গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

জয়পুরহাটে পৃথক দুটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন জয়পুরহাট শহরের নিশির মোড় মহল্লার মৃত শহিদুলের ছেলে তাইজুল ইসলাম (২৬) ও ওয়াদুদের ছেলে অপু (২৪) এবং আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর এলাকার রাজুর ছেলে মমিন (২৬)।

পুলিশ জানায়, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ওই দুটি ঘটনায় অপু, তাইজুল ও মমিনকে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তিনজনই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।”

Link copied!