• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

৫২ কেজির কাঁঠাল কিনে মাইকিং করে খাওয়ানোর ঘোষণা


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৩, ০৮:৫০ পিএম
৫২ কেজির কাঁঠাল কিনে মাইকিং করে খাওয়ানোর ঘোষণা

বগুড়ার সদর উপজেলায় ৫২ কেজি ওজনের একটি কাঁঠাল ১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গত দুই দিন ধরে কাঁঠালটির পাশে উৎসুক মানুষের ভিড় থাকলেও বিক্রি হয়নি।

অবশেষে বুধবার (২ আগস্ট) উপজেলার মহিষবাতান গ্রামের উদ্যোক্তা ও সমাজ উন্নয়নকর্মী আলফাজ উদ্দিন কাঁঠালটি কিনে নেন। কাঁঠাল পাকলে মাইকে প্রচার করে সবাইকে খাওয়ানো হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে বীজ থেকে চারা উৎপাদন করে তা ছড়িয়ে দেওয়া হয়ে বলেও ঘোষণা করা হয়।

জানা গেছে, ৫২ কেজি ওজনের কাঁঠালটি সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের মহিষবাতান গ্রামের আবু বকর সিদ্দিকের গাছে ধরেছিল।

আবু বক্কর সিদ্দিক বলেন, “আমরা কাঁঠাল খেয়ে বীজ ফেলেছিলাম। বছর দশেক পর প্রথম কাঁঠাল ধরে। এ বছর দুটি কাঁঠাল ধরে, এর মধ্যে ছোট আকারের ফলটি বাড়িতে সবাই মিলে খেয়েছি। আর ৫২ কেজির বড় কাঁঠালটা ১ হাজার টাকায় বিক্রি করি।”

কাঁঠালের ক্রেতা আলফাজ উদ্দিন বলেন, “আমি ১ হাজার টাকায় কাঁঠালটি কিনেছি। কাঁঠাল পাকলে এলাকায় মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়াও ফলের বীজ দিয়ে চারা উৎপাদন করে তা ছড়িয়ে দেওয়া হবে।”

Link copied!