• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

সাতক্ষীরায় ট্রাকচাপায় কৃষি কর্মকর্তার মৃত্যু


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১১:০০ এএম
সাতক্ষীরায় ট্রাকচাপায় কৃষি কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় নীলকণ্ঠ সরকার (৪৫) নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তালা উপজেলার ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নীলকণ্ঠ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত ফনি সরকারের ছেলে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নীলকণ্ঠ সরকার মোটরসাইকেলে করে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। ত্রিশমাইল এলাকায় পৌঁছালে বৃষ্টিতে মোটরসাইকেলের চাকা পিছলে সড়কে ছিটকে পড়ে যান তিনি। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মহিদুল ইসলাম বলেন, “সোমবার রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Link copied!