• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

১০ বছর পালিয়ে ছিলেন ১৮ মামলার আসামি


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৫:১৭ পিএম
১০ বছর পালিয়ে ছিলেন ১৮ মামলার আসামি

দিনাজপুরের বিরলে ফজলুর রহমান (৪৭) নামে ১৮টি মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রায় ১০ বছর ধরে পলাতক ছিলেন।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে বিরল থানা পুলিশ আদালতে সোপর্দ করা হয়।

এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) রাতে ঢাকার মিরপুরের কাফরুল থানা পুলিশের সহায়তাকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফজলুর রহমান উপজেলার আকর গ্রামের আব্দুল বাছেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, “গ্রেপ্তার ফজলুর রহমানের বিরুদ্ধে ১৮টি ওয়ারেন্ট ছিল। তিনি প্রায় ১০ বছর ধরে পলাতক ছিল। এর মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা, ১৪টি সি আর, একটি জিআর মামলা রয়েছে। আমরা গোপন সংবাদে জানতে পারি তিনি ঢাকার মিরপুরে আত্মগোপনে আছেন। পরে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।”

Link copied!