মাগুরায় বাসের ধাক্কায় মামুন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের হারুন অর রশীদের ছেলে।
হাইওয়ে পুলিশের এএসআই শাহাজালাল হোসেন জানান, নিহত মামুন দুপুর ১২টার দিকে আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি শতখালি গ্রামে ফিরছিলেন। পথে রামকান্তপুর ব্রীজ এলাকায় পৌঁছালে পেছন থেকে যশোরমুখী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এএসআই শহজালাল আরও জানান, ঘাতক বাসটিকে চিহ্নিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শালিখা থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।