• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

নোয়াখালীতে এক দিনে পাঁচ থানার ওসি বদলি


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৯:১০ এএম
নোয়াখালীতে এক দিনে পাঁচ থানার ওসি বদলি
জেলার মানচিত্র

নোয়াখালীতে এক দিনে পাঁচ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) নোয়াখালীর পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসি বদলির আদেশ দেওয়া হয়। বদলি হওয়া ওসিদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

পাঁচ থানার বদলি ওসিরা হলেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম, সোনাইমুড়ী থানার মো. বখতিয়ার উদ্দীন চৌধুরী, কবিরহাট থানার হুমায়ুন কবির, চরজব্বর থানার মো. কাওসার আলম ভূঁইয়া ও চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক।

নতুন পাঁচজনকে থানাগুলোতে বদলি করা হয়েছে। তারা হলেন বেগমগঞ্জ থানায় মো. লিটন দেওয়ান, চাটখিল থানায় মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, চরজব্বর থানায় শাহীন মিয়া, সোনাইমুড়ী থানায় মোহাম্মদ মোরশেদ আলম ও কবিরহাট থানায় মো. শাহীন মিয়া।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক জানান, জনস্বার্থে ওসিদের বদলি ও পদায়ন করা হয়েছে। বদলির এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!