• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

মারামারির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৯, ২০২৪, ০৩:২৭ পিএম
মারামারির মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
জেলার মানচিত্র

ফরিদপুরের সালথার একটি মারামারি মামলায় হাবিবুর রহমান লাবলু (৫৫) নামের এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সেই সঙ্গে হাবিব মোল্লা (৩০) নামের এক ইউপি সদস্যকেও একই মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ জুন) দুপুরে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এম এ সাঈদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

হাবিবুর রহমান সালথা উপজেলাটির গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

আদালত সূত্রে জানা গেছে, একটি মারামারি মামলায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু ও ইউপি সদস্য হাবি মোল্লা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিন শেষে ফরিদপুরের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৪ এপ্রিল ফরিদপুরের সালথার কাঁঠালবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মারামারি সংঘটিত হয়। সে মামলায় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, ইউপি সদস্য হাবি মোল্লাসহ ৪৬ জনের নাম উল্লেখ করে সালথা থানায় একটি মামলা করা হয়। এ মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর জামিনে রয়েছেন।
 

Link copied!