নারায়ণগঞ্জ বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
মঙ্গলবার (১৮ জুন) বেলা সাড়ে ৩ টার দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অন্তর (২৬) এবং তার সঙ্গে থাকা আরেক নারী। বয়স আনুমানিক (২৫)। নিহত অন্তর জামালপুর জেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক।
ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট সৌরভ হোসেন বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মোটরসাইকেলটিকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ছিটকে পরে যায় অন্তর ও তার সঙ্গে থাকা নারী। দুজনই ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও বলেন, ধাক্কা দেওয়া বাসটি শনাক্তে আমরা কাজ করছি। নিহতদের লাশ বর্তমানে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং অন্তরের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।


































