• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ধানক্ষেত থেকে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩, ০২:৫২ পিএম
ধানক্ষেত থেকে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার

পঞ্চগড় সদর উপজেলায় ধানক্ষেত থেকে আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা এলাকা থেকে স্থানীয়রা সাপটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে ছাগল বাঁধতে গেলে অজগর সাপটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। ধানক্ষেতের নেটের জালে আটকা পড়ে সাপটি। পরে সেটিকে উদ্ধার করে পঞ্চগড় বন বিভাগে খবর দেন স্থানীয়রা। পরে বন বিভাগের কর্মকর্তারা সাপটি নিয়ে যান।

পঞ্চগড় বন বিভাগের বিট কর্মকর্তা সিহাব জানান, আট ফুট লম্বা অজগরটির ওজন ২০ কেজি। সাপটি দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!