• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

সরাইলে ১০ টাকায় মিলছে ইফতারির ৭ পণ্য


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০৩:৪০ পিএম
সরাইলে ১০ টাকায় মিলছে ইফতারির ৭ পণ্য

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ টাকায় ইফতারির সাতটি পণ্য বিক্রি করছে ‘তারুণ্যের সরাইল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (১৬ মার্চ) সকাল থেকে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতারসামগ্রী বিক্রির আয়োজন করা হয়।

সংগঠনটি ১০ টাকার বিনিময়ে একজন ক্রেতাকে এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি ছানা বুট, দুই কেজি আলু, এক কেজি মুড়ি ও আধা কেজি খেজুর দিচ্ছে।

পণ্য কিনতে আসা রশিদা বেগম বলেন, “১০ টাকায় এতো রকমের ইফতারসামগ্রী পাওয়া যাবে তা ভাবতে পারিনি। আমরা খুবই আনন্দিত। আয়োজকদের আল্লাহ যেন ভালো রাখেন।”

আব্দুল হাকিম নামে আরেক ক্রেতা বলেন, “বাজারে জিনিসপত্রের অনেক দাম। প্রতিদিন যা আয় হয় সংসার চালাতেই অনেক কষ্ট। আজকে এত কিছু মাত্র ১০ টাকায় পেয়ে খুবই ভালো লাগছে।”

তারুণ্যের সরাইলের সিনিয়র অ্যাডমিন রায়হান চৌধুরী অভি বলেন, “আমরা এবার ব্যতিক্রম আয়োজন করার চেষ্টা করেছি। যেহেতু ১০ টাকা মূল্য রেখে বিতরণ করেছি, তাই আমাদের পণ্য সামগ্রী স্বাচ্ছন্দ্যে সকলেই গ্রহণ করতে পেরেছে। দেশ ও প্রবাসের অনেকেই আমাদের সহযোগিতা করেছেন।”

ইফতার সামগ্রী বিক্রির সময় সংগঠনের সদস্যরা ছাড়াও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, পুবের আলোর নির্বাহী সম্পাদক আব্দুল হানিফ, সমাজকর্মী রফিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!