• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

যৌথ বাহিনীর অভিযানে টঙ্গীতে গ্রেপ্তার ৬০, অস্ত্র-মাদক উদ্ধার


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৮:১৪ এএম
যৌথ বাহিনীর অভিযানে  টঙ্গীতে গ্রেপ্তার ৬০, অস্ত্র-মাদক উদ্ধার
যৌথবাহিনীর অভিযানে টঙ্গীতে গ্রেপ্তার ৬০জন। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছে ৬০ জন। এ ছাড়া অস্ত্রও মাদক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী ও অন্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি রয়েছেন। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে নগদ টাকা, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যৌথবাহিনীর সহায়তায় শনিবার (১ মার্চ) সন্ধ্যায় টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। অভিযানে গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনাসদস্য, র‌্যাব ও জিএমপি সদস্যরা অংশ নেন।

অভিযানকালে মাদক বিক্রি, সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় নগদ অর্থ, বিভিন্ন মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ওই কর্মকর্তা।

Link copied!