কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের ইলেটগঞ্জ শহিদ নগর ও উত্তর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ শুভেচ্ছা ও জনসংযোগে ব্যাস্ত সময় কাটাচ্ছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত বর্তমান সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে জনসংযোগ করেন তিনি।
এ সময় আবদুস সবুর বলেন, “আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, দেশের মানুষ তখনই সুখে শান্তিতে বসবাস করেছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় দেশের মানুষ কোনো অভাব অনটনে নেই।”
আজকে সারা বিশ্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের নাম প্রশংসিত হচ্ছে বলেও জানান তিনি। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































