• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরে স্মার্টফোনে জুয়া খেলে যে শাস্তি পেলেন ৫ তরুণ


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৬:৫০ পিএম
দিনাজপুরে স্মার্টফোনে জুয়া খেলে যে শাস্তি পেলেন ৫ তরুণ
স্মার্টফোনে জুয়া খেলা। ফাইল ফটো

দিনাজপুরের খানসামায় স্মার্টফোনে জুয়া খেলার অভিযোগে পাঁচ তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আনোয়ার হোসেন (২০), হাসানুর ইসলাম (১৯), গালিব ইসলাম (১৯), উজ্জল ভূঁইয়া (২৫) ও সুমন ইসলাম (২৯)।

এর আগে বুধবার বিকেলে খানসামা উপজেলার সুবর্ণখালী গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। সেখানে তারা ফোনে জুয়া খেলছিলেন। তাদের কাছ থেকে ৮৪টি সিম কার্ড ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

তথ্যটি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, বুধবার দুপুরে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!